যুক্তরাজ্যের ইতিহাসে অবৈধভাবে কাজ করার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান পরিচালনা 

যুক্তরাজ্যের ইতিহাসে অবৈধভাবে কাজ করার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান পরিচালনা 

যুক্তরাজ্যের ইতিহাসে অনিয়মিত অভিবাসন ও অবৈধভাবে কাজ করার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান পরিচালনা করা হয়েছে৷ ব্রিটিশ হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিমের অভিযানের ফলে সারাদেশে রেকর্ড সংখ্যক গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাজ্যজুড়ে অভিযানের সংখ্যা বেড়েছে ৭৭ শতাংশ৷ একই সময়ে অবৈধভাবে কাজ করার অভিযোগে গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে ৮৩ শতাংশ৷ এই হিসাব ধরা হয়েছে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের৷

এই সময়ের মধ্যে ব্রিটেনেজুড়ে ১৭ হাজার ৪০০টির বেশি অভিযান চালানো হয়েছে বিভিন্ন সন্দেহভাজন প্রতিষ্ঠানে৷ এর মধ্যে রয়েছে নেইল বার, কার ওয়াশ, সেলুন ও টেকঅ্যাওয়ে রেস্তোরাঁ৷

নর্দার্ন আয়ারল্যান্ডেও অভিযান উল্লেখযোগ্যভাবে বেড়েছে৷ ২০২৫ সালে সেখানে ১৮৭টি অভিযান চালানো হয়েছে, যার ফলে ২৩৪ জনকে গ্রেপ্তার করা হয়৷ ২০২৪ সালের তুলনায় অভিযানের সংখ্যা বেড়েছে ৭৬ শতাংশ এবং গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে ১৬৯ শতাংশ৷

হোম অফিস বলছে, অনিয়মিতভাবে কাজ করার বিরুদ্ধে এই কঠোর অবস্থান সরকারের বৃহত্তর অভিবাসন নীতির অংশ৷ এর মাধ্যমে অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ছোট নৌকায় করে যুক্তরাজ্যে আসার প্রলোভন বন্ধ করতে চায় সরকার৷

কারণ, মানব পাচারকারী চক্রগুলো অবৈধ কাজের আশ্বাস দিয়েই এসব ঝুঁকিপূর্ণ যাত্রায় মানুষকে উৎসাহিত করে৷

এই অভিযানের পাশাপাশি সরকার গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৫০ হাজার অনিয়মিত অভিবাসীকে অপসারণ ও প্রত্যাবাসন করেছে৷ যা আগের তুলনায় ২৩ শতাংশ বেশি বলে জানিয়েছে হোম অফিস৷