ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইট রক্ষায় কঠোর অবস্থানে যুক্তরাজ্য প্রবাসীরা     

ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইট রক্ষায় কঠোর অবস্থানে যুক্তরাজ্য প্রবাসীরা     


    


সাইফ হাসান
ম্যানচেস্টার ও সিলেট রুটে বিমানের ফ্লাইট চালু রাখার দাবিতে সোচ্চার হয়েছেন যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা। নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকের নেতৃত্বে তারা ম্যানচেস্টারে সহকারী হাই কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন। প্রবাসীদের দাবি, এই ফ্লাইট বন্ধ হলে তাদের চরম ভোগান্তিতে পড়তে হবে এবং সিলেটের পর্যটন ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

নর্থ বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আমীন তারেক ও অন্যান্য নেতৃবৃন্দ সহকারী হাই কমিশনার জুবায়ের হোসেনের হাতে এই স্মারকলিপি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি মেয়র মাসুক আলী, সাংবাদিক সারওয়ার হোসেনসহ নর্থের বিভিন্ন শহর থেকে আসা শতাধিক প্রবাসী নেতা।

প্রবাসীরা জানান, যুক্তরাজ্যের বিপুল সংখ্যক সিলেটি প্রবাসীর যাতায়াতের প্রধান মাধ্যম হলো এই সরাসরি ফ্লাইট। এটি বন্ধ হয়ে গেলে সময় ও অর্থের অপচয় হবে এবং বয়স্ক ও পরিবার নিয়ে যাতায়াতকারীরা চরম বিপাকে পড়বেন।

স্মারকলিপিতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানানো হয়। এছাড়া বিমানবন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব কাতার এয়ারওয়েজকে দেওয়ার সুনির্দিষ্ট প্রস্তাবও তুলে ধরেন প্রবাসী নেতারা।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নিয়ে প্রবাসীদের এই যৌক্তিক দাবি মেনে নেবেন। এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং প্রবাসীরা নির্দ্বিধায় দেশে যাতায়াত করতে পারবেন।