অসুখ

অসুখ

নিখিল বিশ্বাস

কিছুদিন ধরে মনে হচ্ছে 

আমার খুব অসুখ করেছে ,

খেতে পারছি না, অরুচি ,

যা খাই তেতো তেতো লাগে, 

কেমন গুলিয়ে ওঠে গা ,

রাতে ঘুম হয় না, 

বারান্দায় দাঁড়িয়ে নক্ষত্র গুনি, 

বিদ্রুপ করে চাঁদ ।

কিছুদিন ধরে কেবলই মনে হয় 

আমার বুকের ভিতরটা ফাঁকা,

গনগনে দুপুর ,

এলোমেলো হওয়ায় ওড়ে ধুলো, 

বসতে পারিনা, দাঁড়াতে পারিনা, 

ছুটতে ইচ্ছে করে, 

জানলা খুলে রাস্তায় চোখ রাখি, রাস্তা কেলিয়ে হাসে ।

কিছুদিন ধরে মনে হয়, কেউ ডাকছে আমাকে ,

ঘরের ভিতর থেকে, ঘরের বাইরে থেকে, 

পাশের বাড়ির জানলা দরজা খুলে, 

মেঘের আড়াল থেকে ।

সাড়া দিতে বাইরে বেরিয়ে আসি, হেসে ওঠে উলংগ উন্মাদ ।

কিছুদিন ধরে মনে হয়, 

তোমার ওই চলে যাওয়া ,ঠিক কেমন যাওয়া, 

চলে গেলে অথচ গেলে না, 

ঘাপটি মেরে বসে রইলে বুকের ভিতর,

মুখ টিপে হাসে আমার হাতুড়ে ডাক্তার।