আমি এবং ভালোবাসা

আমি এবং ভালোবাসা

কাসেম আলী রানা

আমি আর ভালোবাসা একসাথে থাকি

পাশাপাশি

রেল লাইনের মতো সমন্তরাল,

লম্বালম্বি

যেন কেউ কারো নয়।

প্রতিদিন,প্রতিক্ষন পরষ্পরের সাথে দেখা হয়,

কথা হয় না,

মুখোমুখি বসবাস,

মাঝখানে একটি অচেনা -অজানা দেয়াল,

কোন স্পর্শ নেই, যে যার মতো।

আমি ডানে গেলে,সে বামে যায়

আমি বামে গেলে, সে ডানে যায়

আমি কাদঁলে সে হাসে

আমি হাসলে সে কাঁদে,

সবসময় আমি আর ভালোবাসা বিপরীত বাহু,

আমাদের কোন জ্যামিতিক কেন্দ্র নেই।

আমি সমুদ্রের নোনাজলে ডুব দিলে

সে গুটি গুটি পায়ে বালুচরে হাঁটে,পাহারা দেয়।

আমি গহীন সবুজ অরন্যে হারিয়ে গেলে

সে অামার পেছনে ঘাপটি মেরে বসে থাকে।

কতবার বলেছি এভাবে চলতে পারে না,

হে ভালোবাসা।

মুখোমুখি বসেছি-

সেমিনার করেছি-

বির্তক করেছি-

সমঝতায় এসেছি,বলেছি - আর সমন্তরাল নয়,

এবার বুকের ভেতর মিশে যাও,

ছায়া থেকে কায়া হয়ে যাও,

তুমি এবার প্রেম হয়ে যাও!

ভালোবাসা আর প্রেম এক বস্তু নয়,

ভালোবাসা সবার থাকে,

কিন্তু প্রেম সবার জীবনে থাকে না!

তাই বলি-

ভালোবাসা তুমি প্রেম হও,

পিথাগোরাসের জ্যামিতিক সঙ্গম হও।

কিন্তু ভালোবাসা আমার কথা শুনে না।

ভালোবাসা তার খেয়াল- খুশিমতো বসত করে।

আর প্রেম বসন্তে রং দেয়,দখিনা বাতাস দেয়,ফুল ফুটায়,কোকিলকে তলব করে,

প্রকৃতিতে প্রজননের গন্ধকে মৌ মৌ করে উড়ায়,

ছত্রিশ বছরের পুরানো অাবেগকে বুকের ভেতর ভাঁজে ভাঁজে সাজিয়ে রাখে!

আহা প্রেম,

আহারে প্রেম-

আজন্ম আমি ফুটো থালা হাতে তোমার জন্যে রাজপথে ভিখারী সেজে দাঁড়িয়ে আছি।

সকল ভালোবাসা আজ নিরব হয়ে যাক-

শুধু একমুঠো প্রেম বুকের ভেতর চিরদিন থাক- থাকুক চিরকাল!