ঈদের খুশি

ঈদের খুশি

কবিতাঃঈদের খুশি
কলমেঃমাসুদ আহমেদ চৌধুরী

ঈদ এসেছে সবার ঘরে
সবাই খুশি আজ
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে 
গড়ি নূতন সমাজ।

ঈদগাহে তে যাব মোরা
নতুন পোশাক পড়ে
ভালোবাসা বিলিয়ে দেবো
গরিব দুঃখি সবার তরে।

ঈদের জামায়াত করব আদায়
সকল বিভেদ ভুলে
অতীতের সকল গ্লানি মুছে
সবাইকে নেব বুকে তুলে।

দু হাত তুলে করবো দোয়া
মহান প্রভুর তরে
জীবনের গুনাহ গুলো
যাক অঝোরে ঝরে।

ভেদাভেদ ভুলে গিয়ে
করবো কোলাকুলি
থাকুক যত রেষারেষি
সবই যাব ভুলি।

গরিব,দুঃখী  নিঃস্ব যারা
নেব ওদের খোঁজ
ভালো খাবার বিলিয়ে দেব
করতে তাঁদের ভোজ।

মিলেমিশে থাকব মোরা
এই সমাজের নীড়ে
ভালোবাসা থাকব মোদের
সারা বছর জুড়ে।