কবিতা

কবিতা

 ঈদুল আযহার শিক্ষা 
                       ইসমাঈল শরীফ

এসেছে আবার ঈদুল আযহা
নিয়ে সাম্যের বাণী,
জীবনের যত হিংসা বিদ্বেষ
মুছে দিতে হানাহানি ।

কোরবানি নয় সামাজিক রীতি
এটি বড় উপাসনা,
স্রষ্টার নামে দেই কোরবানি
আছে সকলের জানা ।

মনের ভিতরে পশুর স্বভাব
যাই যদি সদা বুনে,
শত পূণ্যতা পাপে ঘিরে ধরে
মানবতা খাবে ঘুনে ।

পশুবৎ মন আজকে সবাই
দিয়ে কোরবানি আগে,
তারপরে করি গরু কোরবানি
সুগভীর অনুরাগে ।

কেউ কেউ খাবে কোর্মা পোলাও
কেউ রবে পথ চেয়ে,
বলেনি ধর্মে শূন্য উদরে
কেউ থাকুক না খেয়ে ।

অনাহারী যারা ভুখে যাক্ মারা
বলেনি তা কোরআন,
ভোগ নয় ত্যাগ এই পণ করে
দেই তবে কোরবান !