কে করেছে মানা

কে করেছে মানা

তাহমিনা চৌধুরী 

যা উড়ে যা মন রে তুই

কে করেছে মানা

পাখির মতো ঐ আকাশে 

মেলে দিয়ে ডানা

যা ছুটে যা মন রে তুই 

রেলের ঐ ধারে

ছুটবি সেথা বগির সাথে

কেউ ছুঁতে না পারে 

যা ছুটে যা মন রে তুই 

রেসের ঘোড়ার মতো 

টগবগিয়ে ছুটবি যেন

আনবি সুনাম যতো

যা চলে যা মন রে তুই 

ঐ নদীটির পাড়

যেথায় রাখাল বাজায় বেণু 

সুরে ছন্দ তার

দোলায় দোলায় দুলরে ও মন

সোনার ফসল ক্ষেতে

বাউল বাজায় একতারা যে

গানটি গেতে গেতে

ঝর্ণার সাথে যা বয়ে যা 

পাহাড়ের গা ঘেঁষে 

কুলকুলিয়ে নামবে সেথা

সাগর পানে শেষে 

মেঘের ভেলায় যা ভেসে যা

বৃষ্টির জলের ধারা

জলের ছিটায় ভিজিয়ে দে

অঙ্গ খানি সারা

কেউ করেনি মানা ও মন

কেউ করেনি মানা 

যেথায় যেতে ইচ্ছে করে 

সেথায় উড়ে যা'না

একটি কথা ওরে ও মন

শুধু মনে রাখিস 

সময় ফুরিয়ে যাবার আগেই 

আপন আলয়ে আসিস।

বেলায় বেলায় ওরে মন

ফিরে আসিস পিঞ্জরে

নইলে একা রইবে দেহ

মাটির এই ঘরে।