ঈদ শুভেচ্ছা

ঈদ শুভেচ্ছা

সালমা তালুকদার।

কোরবানি আজ করোনা আতঙ্কে ঘরবন্দী। 
পশুগুলো যেন হাসছে যা সবার নজরবন্দী।
পুরো এক বছরের নিয়ম সব আজ ভাঙছে বছর শেষে।
সৎ অসৎ আজ মিলেমিশে খোদার দরবারে কাঁদে। 
একভাবে যে জীবন গেছে বছরের হিসেব না কষে।
সে নিয়মের বেড়াজাল আজ ভাঙছে করোনা এসে।

আজ কোরবানীর ঈদ। এমন ঈদ কেউ কোনোদিন দেখেছে বলে মনে পরে না। তবু আজ আমরা এমন এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছি। যা নিয়ে পুরো বিশ্ব কেবল একদিকেই তাকিয়ে আছে। সৃষ্টিকর্তার কাছে আজ ধনী দরিদ্র সবার মাথানত।

বলছে সবাই চিৎকার করে, আর চাই না করোনা। আবার ফিরে পেতে চাই পুরোনো পৃথিবী। যে পৃথিবীতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিশ্চিন্তে নিঃস্বাস নেয়া যায়।

যে পৃথিবীতে বন্ধুর সাথে বন্ধু কাঁধে কাঁধ রেখে একসাথে পথ চলতে কোনো ভয় নেই। যে পৃথিবীতে বাতাসে মরা লাশের গন্ধ থাকবে না। আপনজন হারানোর ক্রন্দন থাকবে না।

আমরা পারবো। পারতে আমাদের হবেই। এই মহামারি থেকে মুক্ত আমরা হবোই। নতুন এক সকালের সূর্য আমরা দেখবোই। এই ঈদ না হয় হলো একটু অন্যরকম। স্মৃতি হয়ে না হয় থাকলো একটি দুটি ঈদ। চলো বন্ধু ঘরে থাকি। ঘরেই ঈদ আনন্দে মেতে উঠি। সকলকে ঈদ মোবারক।

সালমা তালুকদার।