ছড়া

ছড়া

খোকার ভাবনা
রাশেদ বিন শফিক

আজকে গাঁয়ের পূবের  মাঠে বসছে গরুর হাট
লোক জমে তাই ভীড় বাঁধে যে বদ্ধ রাস্তাঘাট
খোকন চেয়ে আছে,

সবার দিকে তাকায় খোকন ;হাট  ফিরে যে যায়
কারো মুখে সুখের হাসি ;কারো দুখের ছায়
কারণ শুধায় কাছে,

 রহিম চাচা শান্ত স্বরে খোকার জবাব দেয়,
স্বপ্ন বিক্রি কেউ করে আর কেউ যে কিনে নেয়,
তাই তো কাঁদে;নাচে।