ভাষাহীন বোধ

ভাষাহীন বোধ

নাছিমা মিশু 

হরষিত জীবনের সরোসিত প্রেম। 

গড়ে ওঠে সখ্যতা জীবন তাগিদে। 

চলার পথ মসৃণ নয়,নয় কুসুমিত কোমল। 

খুনসুটি ঝগড়া, ক্ষণে মান অভিমান। 

ফুর্তি ফুরফুরে নীলিমায় পাখা মেলা পায়রা, 

নীড়ে ফিরে সঙ্গীর সঙ্গ উজাড়ি আপনাপন। 

কী যে হয়!কী যে হয়!

হঠাৎ স্তব্ধ বেসুরা একতান,অচেনা সমীর।

জীবন ভাবনায় দুজন দ্বিধাদ্বন্দ্ব।

কী কহিবে সখা সখী নতশির কর্ণ খাড়া। 

ভাবনায় ডুবা দুমন একা এক ঘর কামরা দুই, 

একা একা দুজন দু'দুয়ারী একান্ত আপন দুজনার। 

সময় পরখে ভাবনা এক মন বড়োই উদাস। 

ধরিত্রী করছে পার এক দুঃসহ অনাকাঙ্ক্ষিত দুঃসময়। 

নিরাপদ দূরত্ব দীর্ঘ জীবন এক হয়ে বাঁচার তাগিদে। 

পরম ভালোবাসায় নীলিমায় ডানা মেলে, ভাষাহীন বোবা জীব। 

আছে সচেতনবোধ। 

যদিপ্য ভাষা বোধে জ্ঞানী শ্রেষ্ঠ জীব মানব,

বোধহীন আজিব মানসে ধরিত্রী ধ্বংসের কারণ। 

প্রকৃতি ও মানব জীবন করছে বিপন্ন।