লেখক উন্নয়ন কেন্দ্র আয়োজিত প্রবন্ধকার নাজনীন সপ্না র লেখা বই এর মোড়ক উম্মোচন

লেখক উন্নয়ন কেন্দ্র আয়োজিত প্রবন্ধকার নাজনীন সপ্না র লেখা  বই এর মোড়ক উম্মোচন

কবি তৌহিদুল ইসলাম কনক

অনুষ্ঠিত হলো লেখক উন্নয়ন কেন্দ্র আয়োজিত প্রবন্ধকার নাজনীন সপ্না র লেখা বাংলার সূর্যসারথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ও জননেত্রী শেখ হাসিনা। 27 নভেম্বর ২০২১ জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়। 

লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক কবি তৌহিদুল ইসলাম কনকের স্বাগত বক্তব্যে সূচনা হয় । 

লেখক উন্নয়ন কেন্দ্রের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে উদ্বোধন করেন লেখক উন্নয়ন কেন্দ্রের উপদেষ্টা বিশিষ্ট কবি ইমরোজ সোহেল। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শওকত আলী। 

বিশেষ অতিথি ছিলেন ছড়া সম্রাট সিরাজুল ফরিদ 

লেখক উন্নয়ন কেন্দ্রের উপদেষ্টা সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। প্রকাশক আহমেদ মুনীর  

গীতিকার কবি এম আর মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মাজহারুল ইসলাম খোকন, লেখক গবেষক মোস্তাক আহমেদ, কবি ও সাংবাদিক দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধর, গীতিকার রবিউল হাসান। আবৃত্তিকার বদরুল হাসান খান 

প্রধান আলোচক ছিলেন কবি আসাদ কাজল। 

আমন্ত্রিত অতিথি কবি ছিলেন বীর মুক্তিযোদ্ধা 

কবি নুর উদ্দিন শেখ, কবি বাপ্পি সাহা, কবি ইকবাল হোসেন, কবি সৈয়দা রুবিনা, সাংবাদিক আক্তার হোসেন কবি সেলিম খান, কবি হায়দার আলী লিটন, কবি এম এ করিম, কবি রওশনারা, সাংবাদিক গৌতম সরকার, সাংবাদিক শিমুল খান, কবি শারমিন জিকরিয়া, কবি লিপি আক্তার, কবি আরিফা আক্তার, কবি সেতু পারভেজ। 

প্রকাশনা উৎসবে কবি জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার  

আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।