ভাটার টান অনন্ত

ভাটার টান অনন্ত

 নাজমা নাহার রুবি মির্জা

সাগর জলে পা ভেজালাম

মন ভিজলো হৃদয় চোখের জলে!

পড়ন্ত বিকেল বেলা গোধূলী লগ্নে

সমুদ্রের বিশালতায় দাঁড়িয়ে

নীলাকাশের অজস্র নক্ষত্রের 

মাঝে হারিয়ে খুঁজি আপন সত্তাকে ৷

মেঘের আস্তরণ ভেদ করে

আকাশ ছুঁতে ইচ্ছে করে ৷

জীবনের আনন্দ-বেদনার অমলিন

স্মৃতিগুলো ভেসে ওঠে মানসপটে

একান্ত অনুভবে ৷

তৃষিত মনের দূর্বার আন্দোলন.....

প্রকৃতির অঢেল সৌন্দর্যে শান্তির পরশ!

বিমুগ্ধ হই মেঘ পাহাড়ের প্রণয় দেখে ৷

পলাশ ধীরে ধীরে লাল হলো

শিমুলের কলিগুলো একের পর এক

মেলে দিলো পাঁপড়ির দল ৷

কিভাবে কৃষ্ণচূঁড়ার চিরল পাতা

দখিনা হাওয়ায় দোলা দিয়ে

শাখায় শাখায় সাজিয়ে দেয়

অসম্ভব সুন্দরের পসরা ৷

মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে 

ভালোবাসার প্রতিচ্ছবি আঁকি

হৃদয়ের ক্যানভাসে ৷

 শতরঙের রং দিয়ে আঁকি

তোমার মুখোচ্ছবি

তবুও যেন আঁকা হয়না তোমাকে 

মনের মত করে ৷

কল্পনার আলোকে উদ্ভাসিত হয়ে ওঠো বার বার ৷

আমার ঘরে জ্বলবে যখন আলো

সে আলোর রং হবে নীল,

ঠিক তোমার চোখের 

নীল সাগরের মত ৷

সাগর জলে দাড়িয়ে জোয়ারের অপেক্ষায়!

মাতাল হাওয়া উম্মাতাল চারিদিক...

ভালোবাসার ভাটার টান যে অনন্ত

ভেসে যেতে দেবেনা আমায়.....!!!