স্বপ্নের সাতকাহন

স্বপ্নের সাতকাহন

শেলীনা রশিদ শেলী। ---

স্বপ্ন দেখি স্বপ্ন,

স্বপ্ন কি তা জানে? 

কেনো মানুষ স্বপ্ন দেখে 

বুঝি না তার মানে।

স্বপ্নে সুখ স্বপ্নে দুঃখ 

স্বপ্নেই করি বাস,

স্বপ্ন দেখে কেনো আনি 

নিজেরই সর্বনাশ।

তবুও মানুষ স্বপ্ন দেখে

স্বপ্নে বেঁচে রয়।

স্বপ্নে বাঁচে, স্বপ্নে মরে

স্বপ্নেই তার ক্ষয়।

স্বপ্ন হাসায়, স্বপ্ন কাঁদায় 

স্বপ্নে স্বপ্নের প্রাসাদ গড়ায়। 

স্বপ্ন যখন টুটে যায় 

স্বপ্ন লুটায় পথের ধুলায়।

স্বপ্নে হাসি, স্বপ্নে ভাসি,

স্বপ্ন দেখতে ভালো বাসি।

কোন সুদূরে করুণ সুরে 

স্বপ্ন মানব বাজায় বাঁশি।

জানি স্বপ্ন সত্যি নয়

স্বপ্নে স্বপ্ন জেগে রয়।

স্বপ্নে ঘুরি, স্বপ্নে উড়ি, 

স্বপ্নে সাজাই স্বপ্ন পুরি।