স্মৃতি চারণ

স্মৃতি চারণ

সুরাইয়া আশরাফ

---------------------------

এই তো সে দিন ছিল সময়

মনের ক্যানভাসে ভেসে যায়

আনাচেকানাচে চুষে বেড়ায়

জমে আছে স্মৃতির পাতায়।

গুটির মতন ছড়িয়ে ছিটিয়ে

লুফে নেই স্মৃতি একটা একটা কুঁড়িয়ে

গরুর ঝাঁক আসতো লাইন বেঁধে

দাঁড়িয়ে দেখতাম সবাই মাঠে দলে দলে।

সেই সোনালি দিন আহ এই তো

আজো চোখের পাতায় আছে অক্ষত

ভোর কুয়াশায় গোসলের ডাক পরত

কার আগে কে করবে তোড়জোড় চলত।

নতুন জামা ছাড়া কাটতো না রোজা ঈদ

কোরবানী ছিল যেন ভিন্ন তরী

খোলে বসতাম হাটবাজার আম্মার আলমারির

নিজেদেরর রুমে পরতো না আর পা টি।

সাজের বেলায় কত প্ল্যান কত কি?

বুবু তুই এটা পর বিশ্বাস কর লাগবে সুন্দরী

আমি না হয় ওইটা পরি আম্মার সেই নীল শাড়ি

বেড়ে বেরাবো দুই বোন জোড়া বাঁধি।

ঝাঁপসা হয়ে উঠে নয়নের পাতা

ঈদ আসে ঈদ যায় কাটে বেলা

বড় হয়েছি সকলে বেরেছে ব্যস্তা

দিন শেষে উঁকি দেয় শৈশবের স্মৃতির কণা।